বসিরহাট, 16 নভেম্বর: কাঁকিনাড়ার পর এবার মিনাখাঁ । বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে বেঘোরে প্রাণ গেল আট বছরের এক বালিকার (Girl Dead Due to Bomb Blast)। মৃতের নাম ঝুমা খাতুন । ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে । ঘটনার পর থেকেই বাড়ির মালিক আবুল হোসেন গাইন-সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক । কীভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ । সেই সঙ্গে পলাতকদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যাবেলায় আবুল হোসেন গাইন নামে ওই ব্যক্তির বাড়িতে মজুত রাখা বোমাকে নারকেল ভেবে মাচা থেকে পাড়তে যায় ঝুমা ৷ আর তারপরেই ঘটে বিপত্তি ৷ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে সে । এরপর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানান । সম্পর্কে আবুলের ভাগনি হয় ওই বালিকা ৷ এদিনই সে তার আত্মীয়দের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে এসেছিল । ঘটনার কথা চাউর হতেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ।