বাদুড়িয়া, 18 সেপ্টেম্বর : স্টুডিয়ো ও মোবাইল সেন্টারের আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার মালিক ৷ ধৃতের নাম আকাশ ঘোষ ৷ উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারের ঘটনা ৷
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কেওটশাহ গ্রাম ৷ গত কয়েক বছর ধরে কেওটশাহ বাজারে চলছে আকাশ স্টুডিয়ো এবং মোবাইল সেন্টার ৷ ওই স্টুডিয়োতে ছবি তোলার নাম করে তরল মাদক কোডেনের কারবার চালাচ্ছিল স্টুডিয়োর মালিক আকাশ ঘোষ৷ গতকাল রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে আকাশ স্টুডিয়োতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কোডেন উদ্ধার করে পুলিশ ৷ এরপরই স্টুডিয়ো মালিক আকাশকে গ্রেপ্তার করে ৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ ৷