পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউ টাউনে অভিজাত আবাসনের 12 তলা থেকে ঝাঁপ চিকিৎসকের

গত সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র । ফেরার সময়ে একটি মদের বোতল কেনেন । বাড়ি ফিরেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক । এরপর এক রোগীর ফোন আসে । ফোনে শুরু হয় বচসা । ফোন রাখার পর আরও বেশি মদ্যপান শুরু করেন তিনি । তাঁর স্ত্রী ভাবনা বাধা দিতে চান । কিন্তু স্ত্রীর কথা শোনেন না ।

dead
dead

By

Published : Jan 9, 2020, 2:15 PM IST

Updated : Jan 9, 2020, 2:21 PM IST

নিউ টাউন, 9 জানুয়ারি : নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে এক অভিজাত আবাসনের 12তলা থেকে গতরাতে ঝাঁপ দিলেন এক চিকিৎসক । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । মৃতের নাম ধর্মেন্দ্রকুমার চৌধুরি (28) । ঝাঁপ দেওয়ার আগে দরজা বন্ধ করে ঘরে ভাঙচুর চালান তিনি । স্ত্রী ভাবনা চৌধুরির সঙ্গে সেই বাসভবনে থাকতেন তিনি । স্ত্রীও পেশায় চিকিৎসক ।

পুলিশ সূত্রে খবর, গত সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র । ফেরার সময়ে একটি মদের বোতল কেনেন । বাড়ি ফিরেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক । এরপর এক রোগীর ফোন আসে । ফোনে শুরু হয় বচসা । ফোন রাখার পর আরও বেশি মদ্যপান শুরু করেন তিনি । তাঁর স্ত্রী ভাবনা বাধা দিতে চান । কিন্তু স্ত্রীর কথা শোনেননি তিনি । স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা আটকে দেন । ভাবনা পুলিশকে জানিয়েছেন, এরপরই ঘরের ভিতর ভাঙচুর শুরু করেন ধর্মেন্দ্র । সেসময়ে দমকলকে ও ইকো পার্ক থানায় খবর দেন ভাবনা । কিন্তু শেষ রক্ষা হয়নি । ঘরের জানলা থেকে AC মেশিন সরিয়ে সেই জানলা থেকে ঝাঁপ দেন ওই চিকিৎসক ।

ঘটনাস্থানে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ । ধর্মেন্দ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও আবাসনের বাসিন্দারা । কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

কী কারণে ঝাঁপ দিলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ । মানসিক অবসাদে ভুগছিলেন ধর্মেন্দ্র নাকি অন্য কোনও কারণ আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । রোগীর ফোন আসার পর কী কথোপকথন হয়েছিল যার পরে এই পদক্ষেপ করল ধর্মেন্দ্র তা নিয়েও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে পুলিশের মনে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jan 9, 2020, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details