আমডাঙা, 23 ফেব্রুয়ারি : লরিকে ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল একজনের । নাম তালেবারি মণ্ডল । আহত হয়েছেন আরও দু'জন । তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ আমডাঙার কাছে 34 নম্বর জাতীয় সড়কে মরিচা পঞ্চায়েতের সামনে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার জেরে সেখানে যান চলাচল ব্যাহত হয় ৷
আমডাঙায় লরি ও বাসের রেষারেষির জের, দুর্ঘটনায় মৃত 1 - আমডাঙা গ্রামীন হাসপাতাল
আমডাঙায় বাসের ধাক্কায় মৃত্যু হল একজনের । আহত আরও দুই ।
স্থানীয় সূত্রে খবর, বাসটি জাগুলিয়া থেকে বারাসতের দিকে যাচ্ছিল । একই দিকে যাচ্ছিল একটি লরিও । অভিযোগ, তাদের মধ্যে রেষারেষি চলছিল । মরিচা পঞ্চায়েতের কাছে আসতেই লরিটিকে ওভারটেক করতে যায় বাসটি। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি তিন পথচারীকে ধাক্কা মারে । সেই সময় তাঁরা রাস্তা পার হচ্ছিলেন । বাসের ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন । স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁদের মধ্যে তালেবারি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।
দুর্ঘটনার পরই ঘাতক বাসটি রেখে চালক পালিয়ে যায় । এর জেরে 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ৷ পরে ঘটনাস্থানে পুলিশ এসে ঘাতক বাসটি ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যায় ৷ এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় । আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, "মৃতের বাড়ি আমডাঙার মসুনডার হরবাটিতে । ঘাতক বাসটিকে আটক করা হয়েছে । চালকের খোঁজে তল্লাশি চলছে । "
TAGGED:
আমডাঙা