পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 14, 2019, 1:11 PM IST

Updated : Sep 14, 2019, 2:25 PM IST

ETV Bharat / state

কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের বোমায় মৃত্যু যুবকের

দাদার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন যুবক ৷ সেই সময় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তাঁরা ৷

মৃত যুবক

কাঁকিনাড়া, 14 সেপ্টেম্বর : কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের ৷ নাম বিশ্বজিৎ বিশ্বাস (37) ৷ বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি রেল পুলিশ ।

গতরাত দুটো নাগাদ ডাউন মুজ়ফ্ফরপুর প্যাসেঞ্জার থেকে কাঁকিনাড়ায় নামেন বিশ্বজিৎ ৷ সঙ্গে ছিলেন কেশব কুমার নামে এক যুবক ৷ তাঁরা কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবেন বলে অপেক্ষা করছিলেন ৷ সেই সময় রেললাইন দিয়ে হেঁটে তাঁদের সামনে আসে তিন দুষ্কৃতী ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ ধস্তাধস্তি হয় ৷ এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে এসেছিল দুষ্কৃতীরা ৷ পরে বোমা ছোড়া হয়েছে ৷ তবে, একইসঙ্গে থাকলেও কেশবের কোনও আঘাত লাগেনি ৷ তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আপাতত কেশবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

বিশ্বজিতের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে কাঁকিনাড়ায় আসেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের বক্তব্য, সম্প্রতি মৃত্যু হয়েছে বিশ্বজিতের দাদার ৷ সেই খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ ৷

Last Updated : Sep 14, 2019, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details