পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বারাসতের বেসরকারি হাসপাতালের রোগী, বিক্ষোভ বাসিন্দাদের - coronavirus

16 মে মূত্রজনিত সমস্যা নিয়ে বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন অশোকনগরের এক ব্যক্তি । ICU-তেই তাঁর চিকিৎসা চলছিল । এরই মধ্যে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহ হয় চিকিৎসকদের । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

ছবি
ছবি

By

Published : May 20, 2020, 4:06 PM IST

বারাসত, 20 মে : এবার বারাসতের এক বেসরকারি হাসপাতালে খোঁজ মিলল এক কোরোনা আক্রান্তের । মূত্রজনিত সমস্যা দেখা দেওয়ায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অশোকনগরের ওই বাসিন্দা । কোরোনার উপসর্গ থাকায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায় । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বারাসত থানার পুলিশ । আসেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা । এরপরই কোরোনা আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । পাশাপাশি, বেসরকারি হাসপাতাল চত্বর ও সংলগ্ন রাস্তা সিল করে দিয়েছে পুলিশ । যাতে কেউ সেখানে প্রবেশ বা বাইরে যেতে না পারে ।

16 মে মূত্রজনিত সমস্যা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন অশোকনগরের এই ব্যক্তি । ICU-তেই তাঁর চিকিৎসা চলছিল । এরই মধ্যে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহ হয় চিকিৎসকদের । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় হাসপাতালে ভরতি থাকা রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে । আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারাও ।


যদিও, কোরোনা আক্রান্তকে সেখানে রেখে চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন বেসরকারি ওই হাসপাতালের কর্ণধার তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই রাতে ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।" জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর , কোরোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের 15 জন সদস্যকে আজ বারাসতের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে 14 দিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে । প্রয়োজনে সোয়াবের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details