পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁ লোকাল লক্ষ্য করে পাথর, মুখ ফাটল নাবালিকার - পাথরের আঘাতে জখম শিশু

গতকাল রাতে শিয়ালদা - বনগাঁ লোকালে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে জখম ছয় বছরের এক শিশু ৷

ছবি

By

Published : Oct 14, 2019, 2:28 PM IST

Updated : Oct 14, 2019, 3:21 PM IST

দত্তপুকুর , 14 অক্টোবর : চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম নাবালিকা ৷ ঘটনাটি শিয়ালদা-বনগাঁ লোকালের ৷ ঘটনার পরই প্রশ্ন উঠেছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ৷

GRP সূত্রে খবর, নাবালিকার নাম অদ্রিজা মজুমদার (6) ৷ বাড়ি অশোকনগর থানা এলাকার বিশ্বকবি রোডে ৷ গতরাতে শিয়ালদা-বনগাঁ লোকাল বামনগাছি স্টেশন ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ট্রেনটিকে লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়া হয় ৷ অদ্রিজা সেই সময় ট্রেনের কামরায় জানালার কাছে দাঁড়িয়ে ছিল ৷ বাইরে থেকে ছোড়া সেই পাথর তার মুখে লাগে ৷ জখম হয় সে ৷ তার মুখ ফেটে যায় ৷ হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় ৷

দেখুন ভিডিয়ো

GRP জানিয়েছে, জখম নাবালিকার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানে গিয়ে GRP তদন্ত শুরু করেছে ৷ কে পাথর ছুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Oct 14, 2019, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details