ভাটপাড়া, 6 জুন : ভরদুপুরে ভাটপাড়ায় বোমাবাজি ৷ ঘটনায় এক বিজেপি কর্মীর মাথার খুলি উড়ে যায় ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে । মৃত ব্যক্তির নাম জয়প্রকাশ যাদব ৷ তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ।
রবিবার দুপুরে আচমকা ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মুক্তারপুর শ্মশানঘাট অঞ্চলে এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে একদল দুষ্কৃতী । বোমার আঘাতে মাথার খুলি উড়ে যায় ওই এলাকার বছর বত্রিশের জয়প্রকাশ যাদবের । এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷
এই বিষয়ে অর্জুন সিং বলেন, " আমাদের দলের কার্যকর্তা ছিল জয়প্রকাশ ৷ সাধারণ ঘরের, গরিব ঘরের ছেলে ছিল ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হত্যার উদ্দেশে তাঁর মাথায় বোমা ছোড়ে ৷ বাংলার অবস্থা এমন হয়ে গিয়েছে যে, তৃণমূলের গুন্ডারা দিনের বেলায় বোমা মেরে মাথা উড়িয়ে দিচ্ছে ৷ "
আরও পড়ুন,নরেন্দ্রপুরে বিজেপি কর্মী খুন, অভিযুক্ত তৃণমূল
তিনি আরও বলেন, "কার্যত লকডাউন সাধারণ মানুষের জন্য ৷ গুন্ডাদের জন্য নয় ৷ বরং লুট ও ছিনতাইয়ের জন্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাংলার যা অবস্থা এরপর একটা মানুষও বাঁচতে পারবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে বাংলায় শান্তি ফেরার ভাষণ দিচ্ছেন, আর তাঁর লোকেরা খুন করে বেড়াচ্ছে ৷ "