বনগাঁ, 28 মার্চ : ভোটের আগে বড় সাফল্য বিএসএফ ও পুলিশের। প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ । রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোনার মাঠ এলাকায় ।
সূত্র মারফত খবর পেয়ে 158 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা বনগাঁ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘোনার মাঠ এলাকায় ধৃত প্রহ্লাদ গাইনের বাড়ি ঘিরে ফেলে । সেই সময় জানালা দিয়ে পালানোর চেষ্টা করেছিল প্রহ্লাদ । কিন্তু শেষ রক্ষা হয়নি। উপস্থিত পুলিশ ও জওয়ানেরা তাঁকে ধরে ফেলে। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে জলের ট্যাঙ্কের পাশ থেকে ও বাথরুম থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ফেনসিডিল উদ্ধার হয় । ধৃত প্রহ্লাদকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।