নৈহাটি, 2 0 এপ্রিল: নৈহাটি ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ৷ নৈহাটি থানার অন্তর্গত বড় কালীতলায় সোমবার বিকেলে দু'জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক প্রতিবেশীর বিরুদ্ধে(Naihati Rape Case) । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অভিযুক্তের নাম তাপস কুণ্ডু ৷
সোমবার দু'জন নাবালিকা একটি বাঁশ বাগানে খেলাধুলা করছিল। সেই সময় তাদেরকে প্রলোভন দেখিয়ে বছর চল্লিশের তাপস কুণ্ডু একটি বাঁশঝাড়ের মধ্যে নিয়ে যায় এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করে। সেই ঘটনা এক প্রতিবেশী দেখে ফেলে। প্রথম অবস্থায় ধর্ষকের নাম না-জানা গেলও পরবর্তীকালে এলাকায় জানাজানি হয়ে যায় ৷ এরপর নৈহাটি থানার পুলিশ অভিযুক্ত তাপস কুণ্ডুকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।