পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Naihati Rape Case : নৈহাটি ধর্ষণকাণ্ডে অভিযুক্তের 7 দিনের পুলিশি হেফাজত - ONE ARRESTS OVER RAPE ALLEGATION IN NAIHATI

নৈহাটি দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Naihati Rape Case) ৷ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

Naihati Rape Case
নৈহাটি ধর্ষণকাণ্ডে অভিযুক্তের 7 দিনের পুলিশি হেফাজত

By

Published : Apr 20, 2022, 10:00 AM IST

নৈহাটি, 2 0 এপ্রিল: নৈহাটি ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ৷ নৈহাটি থানার অন্তর্গত বড় কালীতলায় সোমবার বিকেলে দু'জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক প্রতিবেশীর বিরুদ্ধে(Naihati Rape Case) । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ অভিযুক্তের নাম তাপস কুণ্ডু ৷

সোমবার দু'জন নাবালিকা একটি বাঁশ বাগানে খেলাধুলা করছিল। সেই সময় তাদেরকে প্রলোভন দেখিয়ে বছর চল্লিশের তাপস কুণ্ডু একটি বাঁশঝাড়ের মধ্যে নিয়ে যায় এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করে। সেই ঘটনা এক প্রতিবেশী দেখে ফেলে। প্রথম অবস্থায় ধর্ষকের নাম না-জানা গেলও পরবর্তীকালে এলাকায় জানাজানি হয়ে যায় ৷ এরপর নৈহাটি থানার পুলিশ অভিযুক্ত তাপস কুণ্ডুকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন :হাসনাবাদে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রৌঢ়ের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

দুই নাবালিকার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে নৈহাটি জেলা সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকার মানুষের দাবি, ধর্ষক তাপস কুণ্ডুকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মঙ্গলবার নির্যাতিতাদের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র ৷ নির্যাতিতা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details