বসিরহাট, 28 ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারির সময় নিষিদ্ধ ইয়াবা (YABA) ট্যাবলেট-সহ গ্রেপ্তার এক যুবক । আজ সকালে বসিরহাটের মেরুদণ্ডী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।
আজ ভোররাতে বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুইয়ের নেতৃত্বে মেরুদণ্ডী সীমান্তে বিশেষ অভিযান চালানো হয় ৷ এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় ৷ তার কথাবার্তায় অসংলগ্নতায় পুলিশের সন্দেহ বাড়ে ৷ তল্লাশি করতেই তার পকেট থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ তাকে পাকড়াও করে ৷ ধৃতের নাম মহম্মদ সাজিদ । দিল্লির বাসিন্দা ৷