পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেপ্তার যুবক - পুলিশ

আজ ভোররাতে বসিরহাটের পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় পুলিশ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারির সময় নিষিদ্ধ ইয়াবা ট্য়াবলেট-সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ দিল্লির বাসিন্দা ওই যুবককে আজ আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গ্রেপ্তার যুবক
গ্রেপ্তার যুবক

By

Published : Dec 28, 2019, 7:48 PM IST

বসিরহাট, 28 ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে টহলদারির সময় নিষিদ্ধ ইয়াবা (YABA) ট্যাবলেট-সহ গ্রেপ্তার এক যুবক । আজ সকালে বসিরহাটের মেরুদণ্ডী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

আজ ভোররাতে বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুইয়ের নেতৃত্বে মেরুদণ্ডী সীমান্তে বিশেষ অভিযান চালানো হয় ৷ এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় ৷ তার কথাবার্তায় অসংলগ্নতায় পুলিশের সন্দেহ বাড়ে ৷ তল্লাশি করতেই তার পকেট থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ সঙ্গে সঙ্গে পুলিশ তাকে পাকড়াও করে ৷ ধৃতের নাম মহম্মদ সাজিদ । দিল্লির বাসিন্দা ৷

বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট

ইয়াবা ট্যাবলেট মাদক হিসেবে ব্যবহৃত হয় ৷ বাংলাদেশের ঢাকা শহর এলাকায় বহু যুবক এই ট্যাবলেটের নেশায় আসক্ত ৷ চিকিৎসকদের মতে, ইয়াবা অতিরিক্ত সেবনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ৷

গত এক সপ্তাহ ধরে পুলিশ সীমান্ত এলাকায় বিশেষ টহলদারি শুরু করেছে । বৃহস্পতিবার পুলিশ কয়েকজন অনুপ্রবেশকারীকে বিদেশি টাকা-সহ গ্রেপ্তার করেছিল । বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিলও বাজেয়াপ্ত হয়েছে । এবার ধরা পড়ল ইয়াবা ট্যাবলেট । আজ ধৃত মহম্মদ সাজিদকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details