দমদম, 8 নভেম্বর:আগ্নেয়াস্ত্র-সহ চলন্ত ট্রেন থেকে এক অস্ত্র কারাবারিকে হাতেনাতে ধরল রাজ্য পুলিশের এসটিএফ(One Arrested With Firearms by STF)। ধৃতের নাম তপন সাহা । সোমবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আপ হাবড়াগামী লোকালে হানা দেয় এসটিএফের একটি টিম । সেখান থেকেই পাকড়াও করা হয় এই অস্ত্র কারবারিকে । এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে 2টি সেভেন এমএম পিস্তল এবং 2টি ওয়ান শাটার রিভলবার মিলেছে । সেগুলো কোথায় সরবরাহ করার উদ্দেশ্য ছিল ধৃত ব্যক্তির, তা জানার চেষ্টা করছে এসটিএফ ৷ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় শিয়ালদা-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে ।
জানা গিয়েছে, ধৃত তপন সাহা উত্তর 24 পরগনার হাবড়ার মনসাবাড়ি এলাকার বাসিন্দা । দীর্ঘদিন ধরেই সে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত । আগেও মাঝবয়সি ওই ব্যক্তি অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার হয়েছিল ৷ কয়েক মাস জেল খাটার পর বাইরে বেরিয়ে সে আবারও অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে । সেই তথ্য এসটিএফের হাতে এসে পৌঁছতেই বেশ কয়েকদিন ধরে তার খোঁজ শুরু হয় ৷
এমনকি ধৃতর হাবড়ার বাড়িতেও যায় এসটিএফ ৷ কিন্তু সেখানে তাকে না-পেয়ে শেষে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে এসটিএফ । আর তাতেই জানা যায় তপন বিহারের মুঙ্গেরে রয়েছে । সেখান থেকে অস্ত্র নিয়ে রাতে রাজ্যে ফিরবে ৷ সেই মতো এসটিএফের একটি টিম শিয়ালদা স্টেশনে আগে থেকেই প্রস্তুত ছিল । সেখান থেকেই তপনের গতিবিধি নজর রাখা হচ্ছিল । এরপর হাবড়াগামী লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে প্রবেশ করতেই ট্রেনের কামরা থেকে হাতেনাতে ধরা হয় এই অস্ত্র কারবারিকে । তাকে পাকড়াও করে সোজা নিয়ে চলে যাওয়া হয় কলকাতার এসটিএফ অফিসে । সেখানেই রাতভর জিজ্ঞাসাবাদ পর্ব চলে ৷