বনগাঁ, 31 জুলাই : কিশোরীকে দোকানে আটকে রেখে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ প্রৌঢ় দোকানদারের বিরুদ্ধে । ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় দোকানে । মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে । শুক্রবার সকালে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ এলাকা । ধৃতের নাম চিত্ত দাস ।
কিশোরীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ় - বনগাঁ
উত্তর 24 পরগনার বনগাঁ এলাকায় কিশোরীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ় ৷ উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তের দোকানে ৷
![কিশোরীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ় molestation_](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8244651-991-8244651-1596191086729.jpg)
পুলিশ সূত্রের খবর, বনগাঁর দু' নম্বর রেলগেট এলাকার এক কিশোরী সকালে মায়ের সঙ্গে এলাকার চিত্ত দাসের মুদি দোকানে যায় । ওই দোকানের সামনে মেয়েকে রেখে পাশের অন্য দোকানে যান তাঁর মা । ফিরে এসে তিনি মেয়েকে না পেয়ে চিত্তর কাছে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন । এ ব্যাপারে সে কিছুই জানে না বলে জানায় দোকানের মালিক চিত্ত ৷ অভিযোগ, আধঘণ্টা পরে ওই দোকানের ভেতর থেকে কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে । জিজ্ঞাসা করতেই সে জানায়, চিত্ত তাঁকে দোকানের ভিতরে আটকে রেখে কুপ্রস্তাব দিয়েছে । রাজি না হওয়ায় ছাড়ছিল না বলেও জানায় ওই কিশোরী । সেই খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই দোকানে চড়াও হন । তাকে মারধরও করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ । অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও ওই ব্যক্তি পাড়ার মেয়ে-বউদের সঙ্গে অশালীন আচরণ করেছে ৷ অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ৷