পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Biscuits Recovered: পাচারের আগে উদ্ধার দেড় কোটির 20টি সোনার বিস্কুট

সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার হাবড়া থানার পুলিশ ৷ ধৃতের কাছ থেকে 20টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
পাচারের আগে উদ্ধার 20টি সোনার বিস্কুট

By

Published : Apr 12, 2023, 7:05 AM IST

Updated : Apr 12, 2023, 7:20 AM IST

হাবড়া, 12 এপ্রিল: বড় সাফল্য হাবড়া থানার পুলিশের । হাত বদলের আগে প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার হাবড়া থানার পুলিশ । মঙ্গলবার তাঁকে হাবড়ার নগরউখড়ার মোড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে । ধৃতের কাছ থেকে 20টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । ধৃতের নাম অরুণ পোদ্দার । তিনি হুগলির ব্যান্ডেলের বাসিন্দা । দীর্ঘ পাঁচ বছর গাইঘাটা থানার বেড়ি পাঁচপোতা এলাকায় থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে থেকেই খবর ছিল হাবড়া একালা দিয়ে সোনা পাচারের চেষ্টা হতে পারে। সেই মতো এদিন নগরউখড়া মোড়ে সাদা পোশাকে নজরদারি চালাচ্ছিল পুলিশ । দুপুর নাগাদ ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে অরুণকে ৷ তাঁর আচরণ দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসবাদ শুরু করে পুলিশ । কথায় অসঙ্গতি ধরা পড়ায় অরুণকে আটক করা হয় ৷ এরপরই তল্লাশি চালিয়ে তাঁর কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার হয় । পরে তাঁকে গ্রেফতার করে ।

আরও পড়ুন :সোনাপাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হোয়াটসঅ্যাপ নম্বর

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন 2 কেজি 365 গ্রাম । আনুমানিক বাজার মূল্য 1 কোটি 46 লক্ষ 69 হাজার 200 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, বাংলাদেশ থেকে একাধিক হাত বদল হয়ে সোনা এসে পৌঁছেছিল তাঁর কাছে । সেই সোনা ধর্মতলায় এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল । বাসে ধর্মতলায় যাওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু বাসে ওঠার আগেই পুলিশ তাঁকে ধরে ফেলে । ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হবে । অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানাবে পুলিশ ৷ এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার কাজ শুরু হয়েছে ।

Last Updated : Apr 12, 2023, 7:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details