পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhatpara Bomb Blast: ভাটপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত 1 - ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে ধৃত 1

গত 25 অক্টোবর ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর ৷ আহত হয় আরও এক শিশু ৷ এই ঘটনায় শিবা চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Bhatpara Bomb Blast) ৷

ETV Bharat
bhatpara blast

By

Published : Oct 28, 2022, 6:06 PM IST

ভাটপাড়া, 28 অক্টোবর: ভাটপাড়ায় বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনায় 1 জনকে গ্রেফতার করল পুলিশ (one arrested in Bhatpara Bomb Blast case) ৷ গত 25 অক্টোবর ভাটপাড়া থানা ও পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁকিনাড়া ও জগদ্দলের মধ্যে মালগাড়ির লাইনে লুকিয়ে রাখা বোমা ফেটে বিস্ফোরণে মৃত্যু হয় নিখিল পাসওয়ান নামে এক শিশুর (Bhatpara Bomb Blast) ৷ আহত হয় মহেশ সাউ নামে আরেক শিশু ৷ তার হাত উড়ে যায় ৷

এই ঘটনার পর একযোগে তদন্ত শুরু করেছিল ভাটপাড়া থানার পুলিশ ও রেল পুলিশ ৷ ঘটনার তিন দিন পর শুক্রবার শিবা চৌধুরী ওরফে কালু ডন নামে 19 বছরের এক যুবককে গ্রেফতার করেছে ৷ ধৃতের বাড়ি ভাটপাড়ার প্রেমচাঁদ নগর এলাকায় ৷ পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শিবা চৌধুরী ও তার ভাই দেবা চৌধুরী এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ।

ভাটপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত 1

আরও পড়ুন: কল সেন্টারের আড়ালে প্রতারণা, সেক্টর ফাইভে গ্রেফতার 11

তবে শিবাকে গ্রেফতার করা হলেও দেবাকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি । ঘটনার পর থেকেই সে পলাতক বলে জানা গিয়েছে ৷ তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে । ধৃত শিবাকে নিজেদের হেফাজতে নিয়ে এই বোমা কোথা থেকে আসত তার সন্ধান পেতে চায় পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details