বিধাননগর, 26 এপ্রিল:এবার সাইবার প্রতারণার শিকার রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার ছেলে । ঝাড়খণ্ডে হানা দিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন ডিজিপি অভিন্দ কুমার মালিওয়ালের ছেলে বিক্রম বিধাননগর সাইবার ক্রাইম থানার অভিযোগ করেন ৷ জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে 'জাস্ট মানি বাই নাও পে লেটার' নামের একটি অনলাইন শপিং লোন অ্যাপের গ্রাহক ছিলেন তিনি । পয়লা ফেব্রুয়ারি তাঁর কাছে একটি নম্বর থেকে ফোন আসে এবং সেখানে তাঁকে ওই সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন । তিনি তাঁকে জানান যে তাঁর সিভিল স্কোর আপডেট করতে হবে । তার জন্য বিক্রমকে একটি অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে ।
হোয়াটসঅ্যাপে একটি নাম্বার থেকে তাঁকে সেই ফর্মের লিংক পাঠানো হয় ৷ সেই হোয়াটসঅ্যাপে ওই সংস্থার লোগো ব্যবহার করা হচ্ছিল বলে তিনি অভিযোগে জানান । এরপর এই সেই লিংকে প্রবেশ করে তিনি ফর্ম ফিলাপ করেন । তারপরই তিনি সংস্থার তরফ থেকে মেইল পান ৷ সেখানে তিনি জানতে পারেন তাঁর নামে বেশ কিছু অনলাইন শপিং করা হয়েছে ৷ যার মূল্য 1 লক্ষ 21 হাজার 586 টাকা । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি । ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডের একটি গ্যাং এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত । এরপরই ঝাড়খণ্ডে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।