হাড়োয়া, 11 ডিসেম্বর : বউদিকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকার ঘটনা ৷ ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতা যুবতির স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । তিনি সপ্তাহে একবার বাড়িতে ফেরেন । দুই সন্তানকে নিয়ে ওই নির্যাতিতা বাড়িতে থাকতেন । অভিযোগ, দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রায়ই বউদিকে কুপ্রস্তাব দিত । দিনকয়েক আগে সে বউদিকে ধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনা জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । নির্যাতিতা তার স্বামীকে ঘটনার কথা জানালেও তিনি না কি তেমন আমল দেননি ।