পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ভাটপাড়ায় বোমাবাজি - once again incident of bombing at Bhatpara

গতকাল সন্ধ্যায় জগদ্দল গোলঘর এলাকার পাঠাগারের পাশে একটি বাড়ির নিচে সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ বসেছিলেন ৷ তাঁরা পেশায় রাজমিস্ত্রি ৷ তখনই দুই বাইক আরোহী এসে তাঁদের সরে যেতে বলে ৷ এবং বোমা ছুঁড়ে চম্পট দেয় ৷

bombing at Bhatpara
ভাটপাড়ায় বোমাবাজি

By

Published : Jan 23, 2020, 5:30 AM IST

ভাটপাড়া, 23 জানুয়ারি : এবার ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের জগদ্দল গোলঘর এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হন তিনজন ৷ ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জগদ্দল গোলঘর এলাকার পাঠাগারের পাশে একটি বাড়ির নিচে সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ বসেছিলেন ৷ তাঁরা পেশায় রাজমিস্ত্রি ৷ তখনই দুই বাইক আরোহী এসে তাঁদের সরে যেতে বলে ৷ এবং বোমা ছুঁড়ে চম্পট দেয় ৷ তিনজনেই বোমার আঘাতে জখম হন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি

তবে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ স্থানীয় বাসিন্দা শ্যামল কুন্ডু জানান, ঘটনার কিছুক্ষণ আগেই পাঠাগারের পাশে ফাঁকা জায়গায় পাড়ার বাচ্চারা খেলছিল ৷

তবে এই বোমাবাজির পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে বোমাবাজি

উল্লেখ্য, মঙ্গলবার রাতে 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং অভিযোগ করেছিলেন, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়েছিল, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে BJP-র লোকজন ৷

ABOUT THE AUTHOR

...view details