বনগাঁ, 9 ডিসেম্বর : আজ উত্তর 24 পরগনার গোপালনগরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হরিপদ ইনস্টিটিউটের মাঠে হবে জনসভা ৷ কিন্তু, তৃণমূল নেত্রী আসার আগেই ঠাকুরনগরের একাধিক জায়গায় পড়ল তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার, ব্যানার ৷ কোথাও লেখা, "ছাত্র -যুবর নয়নের মণি ", কোথাওবা "কাজের মানুষ, কাছের মানুষ ৷" নিচে লেখা- পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষক লাভার্স সংগঠন ৷ তৃণমূল সুপ্রিমোর সভার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷
আরও পড়ুন : আজ গোপালনগরে দিলীপের পালটা জনসভা মমতার
গত কয়েকমাস ধরে বারাসত, মধ্যমগ্রাম, কাঁথি, হাওড়া, সল্টলেকসহ রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার পড়তে শুরু করে ৷ বেশিরভাগ ক্ষেত্রে পোস্টারের নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" ৷ শুভেন্দুর পর বিগত কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার পড়তে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় ৷ কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তা স্পষ্ট নয় ৷
আরও পড়ুন : এবার নবান্নের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার