দত্তপুকুর, 12 মে : হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘরের ভিতর থেকে । মৃতার নাম সন্ধ্যা বিশ্বাস (65)। বুধবার উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি (Police Recover a Half Naked Body) ।
জানা গিয়েছে, ওই বৃদ্ধা একাই থাকতেন কয়রা শিবতলার পৈতৃক বাড়িতে । বৃদ্ধার দুই ছেলে বাড়ি থেকে অন্যত্র থাকতেন ৷ তবে মাঝেমধ্যে ছেলে,নাতি,নাতনি-রা এসে দেখভাল করতেন তাঁর ৷ ফোনে খোঁজখবর নিতেন । স্বামী পেনশনের টাকাতেই সংসার চলত বৃদ্ধার । বুধবার দিদার সঙ্গে দেখা করতে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া না পায়নি নাতি ৷ সন্দেহ হওয়ায় পিছনের একটি জানালা দিয়ে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ ৷ মাটিতে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার অর্ধনগ্ন দেহটি পড়ে ছিল ৷ দেখে পরিবারের বাকি সদস্যদের খবর দেয় সে । এরপর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহটি উদ্ধার করে ।