গাইঘাটা, 27 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে কয়েকদিন আগে 'দিদির দূত' সাংসদ শতাব্দী রায়কে শুনতে হয়েছিল নিখোঁজ স্বামীকে খুঁজে বাড়ি ফিরিয়ে দেওয়ার আর্জি ৷ এবার তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) এক বৃদ্ধার মুখে শুনতে হল তাঁর বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন ৷
শুক্রবার উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে এসেছিলেন জ্যোতিপ্রিয় । সেখানে এলাকাবাসীর অভাব-অভিযোগ শুনছিলেন তিনি । সেই সময় তরঙ্গটির গীতা সরকার নামে এক বৃদ্ধা তাঁর কাছেই বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান (old woman demands to bring back her daughter in law) ৷
15 বছর আগে নদিয়ার স্বপ্না সরকারের বিয়ে হয়েছিল উত্তর 24 পরগনার গাইঘাটার তরঙ্গহাটির গীতা সরকারের ছেলে পরেশ সরকারের সঙ্গে । গীতা দেবীর দাবি, বউমা সংসার না-করতে চেয়ে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলেন গত কয়েক বছর ধরে ৷ মাঝেমধ্যে এরকম ভাবে চলে গিয়ে ক'দিন পরে সে আবার ফিরেও আসত ৷ কিন্তু গীতা সরকারের দাবি, গত দু'বছর ধরে তাঁর বউমা আর ফিরে আসছে না ।