পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snake Bites Old Man: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে বিপত্তি! বেঘোরে প্রাণ খোয়ালেন প্রৌঢ় - old man dies

প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে বিপত্তি! সাপের লেজ ধরে কেরামতি দেখাতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন নিরঞ্জন সর্দার নামে এক প্রৌঢ় (Old Man died during Snake Game)। ঘটনা ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কচুরহুলা গ্রামে‌।

Etv Bharat
সাপ নিয়ে কেরামতি, প্রাণ গেল প্রৌঢ়ের

By

Published : Mar 26, 2023, 6:18 PM IST

বসিরহাট, 26 মার্চ: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরতে গিয়ে বিপত্তি! সাপের লেজ ধরে কেরামতি দেখাতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন নিরঞ্জন সর্দার নামে এক প্রৌঢ় (Old Man died during Snake Game)। ঘটনা ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাড়োয়ার কচুরহুলা গ্রামে‌। স্থানীয় সূত্রে খবর, মাছের আঁটলে একটি বিষধর সাপ আটকে পড়ায় সেটি ধরে কায়দা করছিলেন বছর ষাটের ওই প্রৌঢ়। তখনই সাপটি ছোবল দেয় তাঁর হাতে। অসুস্থ অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি ওই প্রৌঢ়কে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷

জানা গিয়েছে, হাড়োয়ার আটপুকুর পঞ্চায়েতের কচুরহুলা গ্রামে মেছোঘেরিতে মাছের আঁটলে একটি বিষধর সাপ ধরা পড়ে শনিবার রাতে । বিষয়টি রবিবার সকালে নজরে আসে মৎস্যজীবীদের । নিমেষে সেই খবর চাউর হয়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে সাধারণ মানুষের । সেই ভিড়ের মধ্য থেকে হঠাৎই ওই প্রৌঢ় মাছের আঁটলে আটকে থাকা সাপটি ধরে কেরামতি দেখাতে শুরু করেন । সেই সময়ই আচমকাই হাতে সাপের ছোবল খান তিনি । সাপের ছোবলের বিষে ক্রমশ নিস্তেজ হতে থাকেন প্রৌঢ়। কিছুক্ষণের মধ্যে তাঁর সারা শরীর নীল হয়ে যায় ।

সেই দৃশ্য দেখে প্রৌঢ়কে উদ্ধার করে তড়িঘড়ি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা । সেখানে ভর্তি করার পর চিকিৎসা শুরু হয় সাপে কাটা ওই রোগীর । কিন্তু চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ।

মৃতের পরিবার সূত্রে খবর, সাপ ধরার কোনও প্রশিক্ষণ ছিল না ওই প্রৌঢ়ের । তিনি নিজের কায়দাতেই সাপটি ধরতে গিয়েছিলেন । যার মাশুল দিতে হল তাঁকে । এদিকে,প্রশিক্ষণ ছাড়াই কেন তিনি আগ বাড়িয়ে সাপ ধরতে গেলেন? কেনই বা বন দফতরকে খবর দেওয়া হলনা? উঠছে প্রশ্ন ৷ বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ৷

আরও পড়ুন:গৃহবধূর ছবি দিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশে অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details