পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Old Man Died by Suicide: টাকির গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ - Basirhat District Hospital

টাকির গেস্ট হাউসে রহস্যজনক মৃত্যু হল এক পর্যটকের (Old Man Died by Suicide) । মৃতের নাম সজল পাল। গেস্ট হাউজের রুম থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। তাঁর মৃত্যুতে শনিবার ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার টাকির পর্যটন কেন্দ্রে (Taki Guest House North 24 pgs)।

Old Man Died by Suicide
টাকির গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

By

Published : Sep 17, 2022, 7:17 PM IST

বসিরহাট, 17 সেপ্টেম্বর: টাকির পর্যটন কেন্দ্রে রহস্য মৃত্যু পর্যটকের (Old Man Died by Suicide)। গেস্ট হাউজ থেকে মিলল বৃদ্ধের নিথর দেহ। চাঞ্চল্য টাকিতে ।

পুলিশ সজল পালের দেহ এদিন উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat District Hospital) পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চুয়াত্তরের সজল বাবুর বাড়ি দক্ষিণ 24 পরগনার কসবায়। তিনি শুক্রবার ঘুরতে এসেছিলেন টাকির পর্যটন কেন্দ্রে। সেদিনই পর্যটন কেন্দ্রের একটি গেস্ট হাউজে উঠেছিলেন ওই প্রৌঢ়। গেস্ট হাউজ সূত্রে খবর, ওই পর্যটক দোতলার একটি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। তিনি একাই এসেছিলেন।

রাতের পর তাঁকে রুম থেকে বেরতে দেখেননি গেস্ট হাউসের কর্মীদের কেউই। শনিবার সকালে রুম থেকে ওই প্রৌঢ়কে বেরতে না দেখে সন্দেহ হয় গেস্ট হাউস কর্মীদের। অনেক ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ না-পেয়ে সন্দেহ আরও বেড়ে যায় তাঁদের। শেষে ডুপ্লিকেট চাবি নিয়ে এসে পর্যটকের রুমের দরজা খোলেন কর্মীদের একাংশ। দরজা খুলতেই তাজ্জব হয়ে যান সকলেই।

আরও পড়ুন:এক যুবকের প্রেমে পড়ে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর, মৃত এক

দেখেন রুমের সিলিং ফ‍্যান থেকে ঝুলছেন সজলবাবু। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ (Hasnabad Police) ঘটনাস্থলে এসে ওই ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে সজল পালের। পরে, তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় টাকির পর্যটকমহলে। এই বিষয়ে হাসনাবাদ থানার পুলিশ জানিয়েছে, কেন হঠাৎ তিনি টাকির গেস্ট হাউসে এসে আত্মহত্যার পথ বেছে নিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তথ্য আদায়ে গেস্ট হাউসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details