অশোকনগর, 1 জুন : লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পাঁচ নম্বর মোড় এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম সুব্রত আচার্য্য ৷ অশোকনগর মহাপ্রভু কলোনির বাসিন্দা ছিলেন তিনি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ স্কুটার নিয়ে হাবরা থেকে অশোকনগরের দিকে আসছিলেন ৷ সেই সময় পিছন থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ এই ঘটনায় সুব্রতবাবুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷