বসিরহাট, 17 জুন : মায়ের বিধবাভাতার টাকা চেয়েছিল ছেলে ও বউমা । কিন্তু বৃদ্ধা মা তা দিতে রাজি হননি । সেই অপরাধে মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে । বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর আমতলা এলাকায় আজ এই ঘটনা ঘটে ।
বিধবাভাতার টাকা নিতে বৃদ্ধাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
অনুমতির রায় নামে ওই বৃদ্ধা তাঁর ছোট ছেলের কাছে থাকতেন । অভিযোগ, তাঁর বার্ধক্য ভাতা কেড়ে নেওয়ার জন্য ছেলে ও বৌমা বৃদ্ধার উপর শারীরিক অত্যাচার চালাতেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম অনুমতি রায় (75) । বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ । চোখে ভালো দেখতে পান না । 30 বছর আগে স্বামী বিপিনবিহারী রায় মারা গিয়েছেন । তাঁঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে । মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে । ছোট ছেলে বিধানচন্দ্র রায় ও বউমা অনিমা রায়ের কাছে তিনি থাকেন । স্বামীর রেখে যাওয়া টাকা-পয়সা তিনি সব কিছু শেষ করেছেন ছেলে-মেয়েদের বড় করতে গিয়ে । এখন তাঁর জীবনের শেষ সম্বল বলতে হল রাজ্য সরকারের মাসিক 1000 টাকা বিধবাভাতা । অভিযোগ, সেই টাকা হাতিয়ে নিতে গত তিন মাস ধরে ছোট ছেলে ও বউমা বিভিন্ন সময় তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন ।
বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ সকালে বিধবাভাতার টাকা ঢোকে । সেখবর জানতে পেরে ছোট ছেলে ও বউমা তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ । কিন্তু বৃদ্ধা তা দিতে রাজি হননি । অভিযোগ, তখন ছেলে ও বউমা তাঁঁর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন । ঘটনা জানাজানি হতে পাশের ঘর থেকে বৃদ্ধার নাতি সঞ্জয় রায় কোনমতে তাঁঁকে উদ্ধার করেন । এরপর তাঁকে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার শারীরিক অবস্থা আশঙ্কাজনক । ঘটনার জেরে গ্রামের মানুষ ক্ষুব্ধ । বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি জানান, “এভাবে এক অসহায় বৃদ্ধার বিধবাভাতার টাকা হাতানো ও তাঁকে মারধর করা বেদনদায়ক । আমরা অভিযুক্ত ছেলে ও বউমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।” বৃদ্ধার ছোট ছেলে বিধান ও বউমা অনিমার বিরুদ্ধে মাটিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে ।