বারাসত, 8 এপ্রিল: ফুটপাথ দখল করে হকারদের দাপট দিনদিন বেড়েই চলেছে বারাসতে। যার জেরে উড়ালপুলের দু'দিকের ফুটপাথের সংকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সন্মুখীন হতে হচ্ছে পথচারীদের (Occupying footpath of flyover in barasat)। এই নিয়ে শহরের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষোভও বাড়ছিল তাঁদের। সেই অভিযোগ মেনে নিয়ে এবার শহরবাসীর ক্ষোভ প্রশমনে এগিয়ে এল বারাসত পৌরসভা। ফুটপাথ দখলমুক্ত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে পৌর কর্তৃপক্ষ। সরেজমিনে খতিয়ে দেখার পর বেদখল হয়ে যাওয়া ফুটপাথের রাস্তা ফের পথচারীদের ফিরিয়ে দিতে চান তারা।
সম্প্রতি বারাসত 12 নম্বর রেলগেটের উড়ালপুলের নিচের ফুটপাথের হকারদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। হকারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দখল করা ফুটপাথ থেকে দ্রুত সরে যেতে হবে । যাতে কোনওভাবে ফুটপাথ দিয়ে চলাচল করতে অসুবিধে না হয় পথচারীদের। ফুটপাথের উপর ব্যবসার কোনও জিনিসপত্রও রাখা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হকারদের। শুধু হকার নয়, ফুটপাথের দু'দিকে দখল করে থাকা ব্যবসায়ীদের একাংশের উদ্দেশ্যেও এমন বার্তা দেওয়া হয়েছে বলে খবর পৌরসভা সূত্রে।
আরও পড়ুন :Railway Hawkers Protest : রেলের হকার উচ্ছেদ নোটিশ, প্রতিবাদ জানিয়ে একমঞ্চে বাম-তৃণমূল
বারাসত উড়ালপুলের দু'দিকের ফুটপাথের রাস্তা বড়জোর 15 থেকে 20 ফুট চওড়া। কিন্তু, সেই ফুটপাথের বেশিরভাগ রাস্তাই এখন চলে গিয়েছে হকারদের দখলে। ফলে ফুটপাথের রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ছে। একদিকে সংকীর্ণ রাস্তায় পথচারীদের যেমন চলাচল করতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে তেমনই সঙ্কটাপন্ন কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়েও হিমশিম খেতে হয় পরিবারকে। সেখানে কোথায়ও আগুন লাগলে দমকলের ইঞ্জিনও ঢুকতে পারে না ঠিকমতো। যা ঘিরে শহরবাসীর মধ্যে দিনদিন ক্ষোভ বেড়ে চলেছিল। তা আন্দাজ করেই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হয়েছে বারাসত পৌরসভা।