মধ্যমগ্রাম, ১৪ মার্চ : প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আজ মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন নুসরত জাহান। জ্যোতিপ্রিয় মল্লিক নুসরতের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। আজ পরিচয় পর্বে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক এটিএম আবদুল্লা ও দীপেন্দু বিশ্বাস। ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত।
প্রথমবার মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়ে নুসরত, অনুপস্থিত ইদ্রিশ - madhyamgram
আজ মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন নুসরত জাহান।
নুসরত জাহান
বৈঠক শুরু হওয়ার প্রায় ৫২ মিনিট পরে ঢোকেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল। দত্তপুকুরে হাজির বাড়ি। দত্তপুকুর থেকে মধ্যমগ্রামের দূরত্ব মেরেকেটে ১২ কিলোমিটার। কিন্তু হাজি পৌঁছালেন সবার শেষে। প্রসঙ্গত, এবার তিনি লোকসভার প্রার্থীপদের অন্যতম দাবিদার ছিলেন। বৈঠকে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ইদ্রিশ আলি।