মধ্যমগ্রাম, ১৪ মার্চ : "যেদিন প্রথম সিনেমার পর্দায় কাজ করেছিলাম, সেদিন একটা নতুন অভিজ্ঞতা ছিল। আজ রাজনীতির ময়দানে প্রথমবার কর্মীদের সঙ্গে দেখা করলাম। এটাও একটা নতুন অভিজ্ঞতা।" আজ মধ্যমগ্রামে তৃণমূলের জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনই বললেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।
দিদি জিততে পাঠিয়েছেন, আমি জিতব : নুসরত
"সিনেমার পর্দায় লড়াইটা বেশ কঠিন ছিল। আমি সেই লড়াইয়ে হারিনি। রাজনীতির লড়াইতেও আমি হারব না।" বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হয়ে বললেন নুসরত।
তিনি বলেন, "আমরা সবাই নির্ধারিতভাবে কাজ করি। সব পরিকল্পনা করেই আমরা কাজ করি। মানুষের ভালোর জন্য আমরা কাজ করছি। উন্নয়নের জন্য আমরা কাজ করছি। সেই হিসেবেই আমরা কাজ করছি। দিদি আমাকে জিততে পাঠিয়েছেন। আমি জিতব। সিনেমার পর্দায় লড়াইটা বেশ কঠিন ছিল। আমি সেই লড়াইয়ে হারিনি। রাজনীতির লড়াইতেও আমি হারব না।"
আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে বাবুল সুপ্রিয়র মন্তব্য সম্পর্কে নুসরত বলেন, "মুনমুন সেন একজন সিনিয়র অভিনেত্রী। তাঁর সম্পর্কে এই ধরনের মন্তব্য শোভনীয় নয়। আমি সমর্থন করি না। এই পরিবর্তনটাই তো আমরা আনতে চাইছি। মহিলাদের একটু সম্মান বাড়ুক। যদি কেউ বাড়ির মা-বোনেদের সম্মান করতে শিখে যায়, তাহলে আমাদের সম্মান করতে শিখে যাবে।" প্রসঙ্গত, আসানসোলের তৃণমূল প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম মমতা ঘোষণার পর টুইট করে বাবুল বলেন, আমাকে সবসময় সেন-সেশনাল প্রতিপক্ষ দেওয়ার জন্য দিদিকে ধন্যবাদ। ২০১৪ সালে প্রতিপক্ষ ছিলেন দোলা সেন। এবার মুনমুন সেন।