অশোকনগর, 27 নভেম্বর: প্রথম বর্ষের এক নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । রবিবার দুপুরে উত্তর 24 পরগনার অশোকনগর কচুয়া বিনয় পাড়া এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ । ওই পড়ুয়ার নাম উদ্ভব সরকার (21)। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । উদ্ভব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা । অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়া তিনি । অশোকনগরে ঘর ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন উদ্ভব ।
জানা গিয়েছে, মাস দেড়েক আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নার্সিং পড়তে আসেন উদ্ভব । পড়াশোনার সুবাদে হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় সুধাংশু সমাদ্দারের বাড়িতে চার বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি । বাড়ির মালিক বলেন, "কিছুদিন আগে চারজনের মধ্যে দু'জন বাড়িতে চলে যান । পরবর্তীতে ওই ঘরে উদ্ভব ও তাঁর বন্ধু বিক্রম সরকার ছিলেন ।" তিনি আরও বলেন, "আজ সকালে বিক্রম দাদার বিয়ের কথা বলে বাইরের দিক দিয়ে ঘর তালা বন্ধ করে বেরিয়ে যান ।"