কামারহাটি, 15 মে : কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে জুড়ল নতুন বিভাগ । হাসপাতালে চালু হতে চলেছে চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (Number of beds in Chest Critical Care Unit increased) । পোশাকি নাম রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট । জেলার মধ্যে এই প্রথম কোনও হাসপাতালে এই ধরনের উদ্যোগ চালু হতে চলেছে । হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি রোগীরা ।
আগামিকাল অর্থাৎ সোমবার থেকে চেস্টের এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হতে চলেছে বলে খবর হাসপাতাল সূত্রে । এর আগে হাসপাতালে 24টি শয্যার চেস্টের সাধারণ ইউনিট চালু ছিল । যার মধ্যে 12টি শয্যা ছিল পুরুষদের জন্য । বাকি 12টি শয্যা মহিলাদের জন্য নির্ধারিত ছিল । এবার এই হাসপাতালে জুড়ল আরও 6টি শয্যার চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট । বর্তমানে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বেডের সংখ্যা বেড়ে হল 30টি ৷