পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায় - রিলায়েন্স জুট মিল

কারখানা বন্ধের নোটিস ঘিরে ভাটপাড়ায় উত্তেজনা ৷

রণক্ষেত্র ভাটপাড়া
রণক্ষেত্র ভাটপাড়া

By

Published : Apr 25, 2021, 9:14 AM IST

Updated : Apr 25, 2021, 12:55 PM IST

ভাটপাড়া , 25 এপ্রিল: রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস ঘিরে উত্তেজনা ভাটপাড়ায় । ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ দেখায় ৷ বিভিন্ন জিনিসপত্র ফেলে আগুন জ্বালিয়ে দেয় । ভাঙচুর করে পার্টি অফিস ৷ ঘটনাস্থলে আগুন নেভাতে এলে দমকলকে বাধা দেওয়া হয় । শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ শ্রমিকদের নামে অভিযোগ করে কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।

এদিন সকাল বেলা শ্রমিকরা কাজে এসে দেখে মিলের গেটে তালা ঝুলছে ৷ সেই সঙ্গে রয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ৷ সেই নোটিস এও লেখা ছিল শ্রমিকদের অসহযোগিতার কারণে কারখানা বন্ধ হচ্ছে ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা ৷ বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় ভাঙা টেবিল চেয়ার রেখে তাতে আগুন জ্বালিয়ে দেয় ৷ আশপাশে থাকা কংগ্রেস , বিজেপির পার্টি অফিসেও ভাঙচুর চালায় তারা ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল এলে তাদের কাজেও বাধা দেয় মিলের শ্রমিকরা ৷ যদিও পুলিশকে সেইসময় ঘটনাস্থানে দেখা যায়নি ৷

শ্রমিকদের অভিযোগ, কারখানায় প্রতি দু-তিন মাস অন্তরই বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয় ৷ কারণ স্বরূপ প্রত্যেকবারই শ্রমিকদের দায়ি করা হয় ৷ তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষে সব রকম সহযোগিতা করলেও কোনও রকম সঠিক কারণ না দেখিয়েই কারখানা বন্ধ করে দেয় ৷ তাই তারা এই বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ৷

রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস ঘিরে উত্তেজনা ভাটপাড়ায়

জুটমিলের ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিনহা বলেন, " জুটমিল গুলিতে কাঁচামালের অভাব আছে ৷ মিলের মালিকরা পাট জোগাড় করতে পারছে না ৷ তাই জন্যই কারখানা বন্ধ করে দিয়েছে তারা ৷ কিছু কাঁচামাল জোগাড় করে কাজ শুরু করার চেষ্টা করলেও কিছু অসাধু ব্যক্তি লোকজন নিয়ে এসে অশান্তির সৃষ্টি করে ৷ যাতে ওই মিল একেবারেই বন্ধ হয়ে যায় ৷"

আরও পড়ুন :করোনায় মৃত্য়ু প্রাক্তন পুলিশ কর্মীর, 12 ঘণ্টা দেহ পড়ে বাড়িতেই

Last Updated : Apr 25, 2021, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details