উত্তর 24 পরগনা, 1 মে:সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস জগদ্দলের অ্যাঙ্গলো ইন্ডিয়া চাপদানী জুটমিলে (Anglo Indian Jute Mill) । শনিবার মিলের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন মিলের প্রায় 600 শ্রমিক ৷ তারপরেই বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷
জুট শিল্পের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তার মধ্যেই কাঁচামালের অভাব এবং নিয়মশৃঙ্খলা অমান্য করার কারণ দেখিয়ে শনিবার দুপুরে সাসপেনশন অফ ওয়ার্কস এর নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। কর্মহারা হলেন মিলের প্রায় 600 শ্রমিক। জুটমিলের ফাইন ইয়ার্ইন ফ্লেক্স ইউনিটটি বন্ধ করেছে মিল কর্তৃপক্ষ । মিল খোলার দাবিতে শ্রমিকরা মিলের গেটে বিক্ষোভ দেখান।