বারাসত, 20 ডিসেম্বর : বিধায়ক ও জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ দল ছাড়তেই ভাঙন ঠেকাতে এবার তৎপর হল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। জেলায় দলের গুরুত্বপূর্ণ নেতা, বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার রাতে জেলা পরিষদের তিতুমীর সভাগৃহে হয় ওই বৈঠক ।
বৈঠকে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের 19টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল, রফিকুল ইসলাম, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ছাড়াও জেলায় শাসক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তৃণমূল সূত্রে খবর, দলে ভাঙন ঠেকানো নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কথা হয় দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ সামলানোর পরিকল্পনা নিয়ে। এই নিয়ে একটি পরিকল্পনাও করা হয়েছে। দলের ভাঙন ঠেকাতে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ও জেলা পরিষদের দলনেতা নারায়ণ গোস্বামীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে যে বিধানসভা, লোকসভা ও ব্লক ধরে ধরে দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক করে জানার চেষ্টা করা হবে, কারও মধ্যে কোনও ক্ষোভ, বিক্ষোভ রয়েছে কি না। ক্ষোভ, বিক্ষোভ থাকলে তা দলীয় স্তরে আলোচনা করে মেটানোর চেষ্টা করা হবে। যাতে বিধানসভা ভোটে ঐক্যবদ্ধভাবে ঝাঁপানো যায়।