বারাসত, 22 অক্টোবর:ঘূর্ণিঝড় সিত্রাং-এর মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে (North 24 Parganas ready to tackle Cyclone Sitrang) । বিশেষ করে বাড়তি নজর রয়েছে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় । শনিবার দুপুরে বারাসতে জেলা পুলিশ সুপারের দফতরে পুজো গাইড ম্যাপ প্রকাশ করে এমনই মন্তব্য করেছেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী । এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "24,25 ও 26 অক্টোবর এই তিনদিন মানুষকে একটু বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে । ঝড়বৃষ্টির সময় মানুষ যেন বাড়ির বাইরে না বেরোন ৷"
তাঁর কথায়,"ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জেলার তিন মহকুমাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । এখনও অবধি যা খবর,তাতে বসিরহাটের সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে । পরিস্থিতি মোকাবিলায় বসিরহাট মহকুমার সন্দেশখালি এবং হাসনাবাদে এনডিআরএফের দুটি টিম মোতায়েন থাকছে । এছাড়া জেলার বারাসত, বনগাঁ ও ব্যারাকপুর মহকুমায় মোতায়েন থাকছে এসডিআরএফের টিম । প্রাণহানি ঠেকাতে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দু'লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে । আশা করি, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই সেই কাজ করা সম্ভব হবে ।"
জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী আরও বলেন, "জেলায় একশোরও বেশি সাইক্লোন অথবা ফ্লাড সেন্টার রয়েছে । ঘূর্ণিঝড়ের আগে সেখানেই সরিয়ে নিয়ে যাওয়া হবে উপকূলবর্তী এলাকার মানুষজনকে । তাদের যাতে কোনও অসুবিধা না-হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত রয়েছে । জেলা প্রশাসন আবহাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছে । যখন যে রকম আপডেট আসছে আমাদের কাছে, সেই মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে ।"