বারাসত (উত্তর 24 পরগনা), 9 জুন: পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়ে শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল উত্তর 24 পরগনা জেলা সিপিএম । তবে, এদিন কেবলমাত্র জেলা পরিষদের আসনের তালিকায় প্রকাশ করা হয়েছে সিপিএমের তরফে । তাও মোট 66টি আসনের মধ্যে 31টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । জেলা পরিষদের বাকি 35টি আসনের প্রার্থী তালিকা শরিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী ।
তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্লক স্তরের নেতারাই । তাঁরা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করে প্রার্থী তালিকা প্রকাশ করবেন । আমরা পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুত । কিন্তু, তৃণমূল চায় না সুষ্ঠুভাবে ভোট হোক । সেই কারণে নিয়মের তোয়াক্কা না করেই বিরোধীদের মতামতকে গুরুত্ব না দিয়ে একতরফাভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে । সরকারের অঙ্গুলিহেলনেই চলছেন রাজ্য নির্বাচন কমিশনার । এ নিয়ে কারও মধ্যে কোনও দ্বিমত নেই ৷"
প্রসঙ্গত, গতবার পঞ্চায়েত ভোটে উত্তর 24 পরগনায় জেলা পরিষদের মোট আসন সংখ্যা ছিল 57 । সেবার সিপিএম একাই লড়েছিল 47টি আসনে । বাকি 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জোট শরিকরা । এবার জেলা পরিষদের আসন বেড়ে হয়েছে 66 । সেই জায়গায় সিপিএম আপাতত 31টি আসনে লড়াই করতে চলেছে । বাকি 35টি আসনে শরিক ফরওয়ার্ড ব্লক, সিপিআই-সহ অনান্যরা ঠিক ক’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, তা স্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই । এমনটাই খবর সিপিএম সূত্রে ।