বারাসত, 16 মে : করোনা আক্রান্তের নিরিখে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর 24 পরগনা ৷ আক্রান্তের সংখ্যায় রাজ্যে এই মুর্হূতে শীর্ষে কলকাতা লাগোয়া জেলাটি ৷ উত্তর 24 পরগনায় বর্তমানে পজিটিভিটির হার 46.7 শতাংশ । অর্থাৎ, একশোটি নমুনা পরীক্ষা করলে 46.7 জনের নমুনা পজিটিভ আসছে । সপ্তাহখানেক আগে এই অবস্থা ছিল কলকাতার । গত বুধবার শহরে পজিটিভিটির হার ছিল 47.25 শতাংশ । এখন তা কমে হয়েছে 44.4 শতাংশ ।
সেখানে দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় পজিটিভিটি রেট 31.25 এবং 29.75 শতাংশ । সারা রাজ্যে পজিটিভিটির রেট বর্তমানে 29.06 শতাংশ ৷ স্বাভাবিকভাবে উত্তর 24 পরগনা এবং কলকাতাই এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ভবনের । এই অবস্থায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন বলছে, শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা 19 হাজার 511 জন ৷ মৃতের সংখ্যা 144 ৷ গত 24 ঘণ্টায় কলকাতার (3951) চেয়ে বেশি মানুষ উত্তর 24 পরগনায় (4279) আক্রান্ত হয়েছেন । যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত বলে দাবি তুলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ।