দুই ভাইয়ের বিবাদ মেটাতে গিয়ে খুন পড়শি যুবক - খুন পড়শি যুবক
দুই ভাইয়ের বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে হাঁসুয়ার কোপে মৃত্যু হল পড়শি যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শিমুলপুর মানিকহীরা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ বালা (37)। গুরুতর জখম অবস্থায় সত্যেন বালা নামে আরও একজন কলকাতার R G কর হাসপাতালে চিকিৎসাধীন।
গাইঘাটা, 13 মে : ঝড়ে গাছ ভেঙে পড়া নিয়ে দুই ভাইয়ের বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে হাঁসুয়ার কোপে মৃত্যু হল পড়শি যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার শিমুলপুর মানিকহীরা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুদীপ বালা (37)। গুরুতর জখম অবস্থায় সত্যেন বালা নামে আরও একজন কলকাতার R G কর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শ্যামল মণ্ডল, দিগন্ত মণ্ডল ও তার স্ত্রী শেফালি মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গাইঘাটা এলাকায় ঝড় হয়েছিল। সেই ঝড়ে এলাকায় বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। শিমুলপুরের মানিকহীরা গ্রামে পাশাপাশি দুই ভাই শ্যামল মণ্ডল ও গোবিন্দ মণ্ডলের বাড়ি।ঝড়ের রাতে শ্যামলের বাড়ির একটা গাছ ভেঙে পড়ে ভাই গোবিন্দর ঘরের উপর।তাতে পেশায় ভ্যানচালক গোবিন্দর ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছ ভেঙে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। গোবিন্দ দাদা শ্যামলের কাছে ক্ষতিপূরণের দাবি করেন। কিন্তু শ্যামল ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করে।
গোবিন্দ বিষয়টি পাড়ার ক্লাবের কয়েকজন যুবককে জানায়। পুলিশ জানিয়েছে, সুদীপ বালা ও সত্যেন বালা নামে ক্লাবের দুই সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বিবাদের মধ্যস্থতা করতে যান। মীমাংসা করার কথা আগে থেকে জানানো হলেও শ্যামল সেখানে গরহাজির থাকে। তখন সুদীপ ও সত্যেন শ্যামলের বাড়িতে যান। অভিযোগ, বাড়িতে ডাকতে গেলে সুদীপ ও সত্যেনের উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় শ্যামলের পরিবার। ক্লাবের দুই সদস্যকে এলোপাথাড়ি কোপানো হয়। দু'জনেরই মাথায়, বুকে, পিঠে ব্যাপক ক্ষত হয়েছে। রক্তাক্ত দু'জনকে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাদের কলকাতার RG কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতার পথে মৃত্যু হয় সুদীপের। হাসপাতালে চিকিৎসাধীন সত্যেন। রাতেই পুলিশ অভিযুক্ত শ্যামল মণ্ডল, ভাইপো দিগন্ত মণ্ডল ও দিগন্তর স্ত্রী শেফালি মণ্ডলকে গ্রেপ্তার করেছে।