বারাসত, 23 জুলাই: উত্তর 24 পরগনায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত থাকলেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী (North 24 Pargana District Magistrate is Absent in Administrative Meeting of Union Minister Jyotiraditya Scindia) ৷ পরিবর্তে শনিবার সার্কিট হাউসে বারাসতের মহকুমা শাসক সহ-প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় প্রকল্পের হাল হাকিকত জানলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ৷ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ তবে, জেলাশাসকের গরহাজিরা নিয়ে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন ৷ তাঁর কথায়, ‘‘প্রশাসনের অন্যান্য আধিকারিকরা বৈঠকে হাজির ছিলেন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ৷ আশা করব উন্নয়নে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ৷’’ জেলাশাসকের গরহাজিরা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বারাসতের মহকুমা শাসক সোমা সাউ ৷
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এ দিন দুপুরে বারাসত সার্কিট হাউসে বৈঠক করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় প্রকল্পের কাজের রিপোর্ট নেওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু, প্রশাসনের অন্যান্য আধিকারিকরা বৈঠকে এলেও, দীর্ঘ সময় কেটে গেলেও দেখা মেলেনি জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর ৷ প্রথমে বৈঠক না করেই, সার্কিট হাউস থেকে একপ্রকার ফিরে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ পরে মহকুমা শাসক এসেছেন শুনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ কোনও প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে ? কত কাজ বাকি ? এমন একাধিক তথ্য জানতে চান সিন্ধিয়া ৷