পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotiraditya Scindia: কেন্দ্রীয় মন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত জেলাশাসক, ক্ষুব্ধ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে বারাসতে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (North 24 Pargana District Magistrate is Absent in Administrative Meeting of Union Minister Jyotiraditya Scindia) ৷ কিন্তু, সেই বৈঠকেই এলেন না উত্তর 24 পরগনার জেলাশাসক ৷ যা নিয়ে অসন্তোষ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর ৷

north-24-pargana-district-magistrate-is-absent-in-administrative-meeting-of-union-minister-jyotiraditya-scindia
north-24-pargana-district-magistrate-is-absent-in-administrative-meeting-of-union-minister-jyotiraditya-scindia

By

Published : Jul 23, 2022, 8:00 PM IST

বারাসত, 23 জুলাই: উত্তর 24 পরগনায় কেন্দ্রীয় মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়ার প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত থাকলেন উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী (North 24 Pargana District Magistrate is Absent in Administrative Meeting of Union Minister Jyotiraditya Scindia) ৷ পরিবর্তে শনিবার সার্কিট হাউসে বারাসতের মহকুমা শাসক সহ-প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় প্রকল্পের হাল হাকিকত জানলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ৷ কেন্দ্রীয় মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ তবে, জেলাশাসকের গরহাজিরা নিয়ে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন ৷ তাঁর কথায়, ‘‘প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকরা বৈঠকে হাজির ছিলেন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ৷ আশা করব উন্নয়নে রাজ‍্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ৷’’ জেলাশাসকের গরহাজিরা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বারাসতের মহকুমা শাসক সোমা সাউ ৷

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এ দিন দুপুরে বারাসত সার্কিট হাউসে বৈঠক করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া ৷ সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় প্রকল্পের কাজের রিপোর্ট নেওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু, প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকরা বৈঠকে এলেও, দীর্ঘ সময় কেটে গেলেও দেখা মেলেনি জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীর ৷ প্রথমে বৈঠক না করেই, সার্কিট হাউস থেকে একপ্রকার ফিরে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া ৷ পরে মহকুমা শাসক এসেছেন শুনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ কোনও প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে ? কত কাজ বাকি ? এমন একাধিক তথ্য জানতে চান সিন্ধিয়া ৷

বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে প্রশাসনিক বৈঠকে ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ-বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে ৷ এই জেলার খুব কাছেই প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে ৷ সেখানকার গঠনমূলক কাজেও ভারত সরকার সহযোগিতা করছে ৷’’ কলকাতা মেট্রোর প্রকল্পের কাজ নিয়েও আশ্বাস দিয়েছেন মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া ৷ তাঁর কথায়, ‘‘আপাতত এর পরিধি 41 কিলোমিটার হলেও, চলতি বছরে আরও 12-13 কিলোমিটার পরিধি বাড়ানোর ভাবনা রয়েছে ৷ আগামী চার বছরের মধ্যে কলকাতা মেট্রো প্রকল্পের পরিধি 105 কিলোমিটার করাই লক্ষ্য আমাদের ৷’’

আরও পড়ুন:Jyotiraditya Scindia: "পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার" রাজ্য সফরে এসে কড়া আক্রমণ সিন্ধিয়ার

অন্যদিকে, কেন্দ্রের বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া ৷ তাঁর দাবি, ‘‘কেন্দ্রীয় সরকার প্রতিটি প্রকল্পেই আর্থিক বরাদ্দ করেছে ৷ কিন্তু, তা সত্বেও কেন্দ্রীয় বরাদ্দ সঠিকভাবে ব‍্যবহার করা হচ্ছে না ৷ যার ফলে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন কেন্দ্রের প্রকল্প থেকে ৷’’

ABOUT THE AUTHOR

...view details