পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barasat Ashoknagar TMC: দুর্নীতিগ্রস্তদের প্রার্থী তালিকায় জায়গা নেই, পঞ্চায়েত নির্বাচনের আগে হুশিয়ারি তৃণমূল বিধায়কের - অশোকনগর তৃণমূল কংগ্রেস

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা প্রাধান্য পাবে, কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে এসে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্য কড়া বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Barasat Ashoknagar TMC)৷

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া তৃণমূল বিধায়ক

By

Published : Oct 21, 2022, 9:39 PM IST

Updated : Oct 21, 2022, 10:08 PM IST

বারাসত, 21 অক্টোবর: "পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত কোনও নেতার জায়গা হবে না প্রার্থী তালিকায় (No Place for Corrupt Leaders in Candidate List Says Barasat TMC MLA Narayan Goswami)। যে সমস্ত মানুষ দলের বিভিন্ন পদে থেকে কেবল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন তাঁদের আটকানো হবে ।" পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের অবস্থান স্পষ্ট করে শুক্রবার এমনই বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী(Barasat TMC MLA Narayan Goswami)। শুক্রবার নিজের পাড়ার কালীপুজোর মণ্ডপ দেখতে এসে এই কথা বলেন তিনি ৷ তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা যে প্রাধান্য পাবে তাও বুঝিয়ে দিয়েছেন বিধায়ক।

এদিন তিনি বলেন, "বিষয়টি নিয়ে দলের ভিতরে স্ক্রিনিং চলছে । সেখানে কে প্রার্থী হবে আর কে বাদ যাবে সেটা এখনই বলা সম্ভব নয় । এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় । সবচেয়ে বড় কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজেরাই বিষয়টি দেখছেন । তবে এটুকু বলতে পারি এবারের পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা নেই ৷ মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে । দলের রাজ্য নেতৃত্বের স্পষ্ট নির্দেশ রয়েছে পঞ্চায়েত নির্বাচনে কোথাও বলপ্রয়োগ করা যাবে না । স্বচ্ছভাবে ভোট করতে হবে । এই বার্তা পার্টির সব স্তরে পৌঁছে দেওয়া হয়েছে । গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাকে মনে করবেন তাঁকেই ভোট দেবেন । সেই রায় আমরা মাথা পেতে নেব । মানুষের রায় আমাদের বিরুদ্ধে গেলে পুনরায় জনগণের কাছে গিয়ে ভুল শুধরে নেব । এটাই তৃণমূলের পার্টি লাইন ।"

পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের হুঁশিয়ারি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর
তবে বিধায়ক স্বচ্ছভাবে ভোট করার আশ্বাস দিলেও বিরোধীরা কিন্তু এখন থেকেই ভোটে গন্ডগোলের আশঙ্কা করছে । সুষ্ঠুভাবে ভোট করাতে রাজ্য পুলিশের পরিবর্তে তারা আবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে । সেই প্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ করে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "কেন্দ্রীয় বাহিনী এসে তো আর ভোট করাবে না ? বিরোধী কোথায় ? তাঁদের তো খুঁজেই পাওয়া যায় না ৷ বিরোধীদের না আছে কোনও রাজনৈতিক কর্মসূচি, না আছে মানুষের সমর্থন । বোকাবাক্সের মধ্যে যখন বিরোধীরা আস্ফালন করে তখন মনে হয় বিরোধী বলে কিছু আছে ৷ ওরা কেবলমাত্র টেলিভিশনের পর্দায় ভেসে থাকতে চায় । আমরা থাকি মানুষের পাশে ।"আরও পড়ুন : 'আন্দোলনের নেত্রী'র শাসনেই আন্দোলনে বাধা ! কী বলছে রাজনৈতিক মহল ?
Last Updated : Oct 21, 2022, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details