উত্তর 24 পরগনা, 17 জানুয়ারি : বাম ও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আসন সমঝোতা নিয়ে একে অপরের দিকে কাঁদা ছোঁড়াছুঁড়িতে ব্য়স্ত ৷ তবে, নিচুতলার কর্মীদের মধ্য়ে উৎসাহের কোনও সীমা নেই ৷ দল বেঁধে বাইক নিয়ে জোটের প্রচারে বেরিয়ে পড়ল উত্তর 24 পরগনার বারাসতের পূর্ব ও পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা ৷ তবে, শুধু প্রচার নয়, কোরোনা বিধি ও ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বারাসতে বাইক মিছিল করল সিপিআইএম ও কংগ্রেস। "বিজেপি বাংলা ছাড়ো, তৃণমূল গদি ছাড় ,বাম ও কংগ্রেসের সরকার গড়ে তোলো", এই স্লোগানকে সামনে রেখে রবিবার পথে নামে দুই দলের নেতা ও কর্মীরা।
নেই হেলমেট-মাস্ক, বারাসতে বাইক মিছিল বাম- কংগ্রেসের - বাম
কোরোনা বিধি ও ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বারাসতে বাইক মিছিল করল সিপিআইএম ও কংগ্রেস। "বিজেপি বাংলা ছাড়ো, তৃণমূল গদি ছাড়ো,বাম ও কংগ্রেসের সরকার গড়ে তোলো", এই স্লোগানকে সামনে রেখে রবিবার পথে নামেন দুই দলের নেতা ও কর্মীরা।
নেই হেলমেট, নেই মাস্ক, বারাসতে বাইক মিছিল সিপিআইএম ও কংগ্রেসের
আরও পড়ুন : বাম-কংগ্রেস আসন সমঝতা নিয়ে দ্বন্দ্ব, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেন অধীর
এদিন বিকেলে বারাসতের ময়না থেকে বাম ও কংগ্রেস যৌথভাবে শুরু করে বাইক মিছিল। যা পূর্ব ও পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকার একাংশে। বাইক মিছিলে সামিল হওয়া অধিকাংশের মাথায় না ছিল হেলমেট, না ছিল মুখে কোনও মাস্ক । যা নিয়ে উঠেছে প্রশ্ন।