হাবড়া, 18 অক্টোবর : হাসপাতালে এক সপ্তাহ ধরে বন্ধ এক্স-রে । ফিরে যাচ্ছেন রোগীরা । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনও ভ্রূক্ষেপ নেই বলেই অভিযোগ । দু'টি মেশিন আগেই খারাপ হয়েছিল । পুরানো একটি মেশিন দিয়ে কাজ চলছিল । সেটিও খারাপ হয়ে যায় । তবে কবে শুরু হবে এক্স-রে ? গরিব রোগীদের ভোগান্তির দায় কে নেবে সেসব প্রশ্নই উঠেছে । বিষয়টিও জেনেও কোনও কথা বলছে না জেলা স্বাস্থ্য বিভাগ ।
উত্তর ২৪ পরগনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল হাবড়া স্টেট জেনেরাল হাসপাতাল । পার্শ্ববর্তী একাধিক এলাকা এবং অন্য জেলার কয়েক লাখ মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করেন । মছলন্দপুর, গোবরডাঙা, গাইঘাটা, অশোকনগর, গুমা, বিড়া ও নদিয়ার নগরউখরা থেকে রোগী আসেন এই হাসপাতালে ।
হাসপাতালে মোট তিনটি এক্স-রে মেশিন ছিল । তার মধ্যে দু'টো অকেজো হয়েছে বহুকাল আগেই । একটি পুরানো মেশিনেই দীর্ঘদিন কাজ চলছিল । মে মাসে স্বাস্থ্য দপ্তর থেকে হাবড়া হাসপাতালের জন্য একটি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ হয় । তৎকালীন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার সাহার দপ্তর থেকে তা এই হাসপাতালের নামে নথিভুক্ত হয় । দিল্লির AERD লাইসেন্স নথিভুক্তির ক্ষেত্রেও হাবড়া হাসপাতালের নাম রয়েছে ।
সেক্ষেত্রে পুরোনো এবং নতুন এই মেশিন মিলিয়ে দু'টো এক্স-রে মেশিন চালু থাকার কথা । সোমবার থেকে পুরানো এক্স-রে মেশিনটি অকেজো হয়ে পড়েছে । এরপর থেকেই এক্স-রে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।
এক্স-রে পরিষেবার জন্য এসেছিলেন তারক রায় । কিন্তু হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় । তিনি বলেন, "আমি তিন চার দিন এভাবে ফিরে গেলাম । যেদিন আসি, আমাকে বলা হয় মেশিন খারাপ । কী বলব বলুন । গরিব মানুষ হলে হয়রানি তো হতেই হবে ।"