ভাটপাড়া, 12 মে: তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দু'দিন আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ কেন দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি ৷ তাঁর এই ক্ষোভ প্রকাশের 48 ঘণ্টার মধ্যেই সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । সাংসদের বাড়ির সামনে বোমাবাজি এবং বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ গ্রেফতার করেছে তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিংকে । ধৃত নমিতের মা সুনিতা সিং ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । চলতি বছরের 12 মার্চ ভাটপাড়ার মেঘনা মোড়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির ঠিক সামনে বোমাবাজির ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । সেই তদন্তের সূত্রেই এই গ্রেফতারি বলে খবর ৷
12 মার্চের ঘটনার তদন্তে নেমে এনআইএ-র আধিকারিকরা 18 নম্বর গলির একটি পরিত্যক্ত গোডাউন থেকে প্রায় 45টি তাজা বোমা উদ্ধার করে । কিন্তু এনআইএ তদন্তের মাঝেই কীভাবে অর্জুনের বাড়ির কাছে বারবার বোমাবাজির ঘটনা ঘটছে সেই প্রশ্ন উঠছে ৷ মঙ্গলবারও অর্জুন সিংয়ের বাড়ির সামনে কৌটা বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা (bombing in front of BJP MP Arjun Singh's house) । বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে সেদিন প্রাণে বাঁচেন কৃষ্ণা জসওয়াল নামে এক বিজেপি কর্মী । বিষয়টি এনআইকে জানান বিজেপি সাংসদ ৷ মঙ্গলবারের ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এবং তার সহযোগী অভিষেক চৌধুরীকে সরাসরি দায়ী করেছিলেন অর্জুন সিং । পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷