পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIA : অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ধৃতকে হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ এনআইএ - অজুন সিং

সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্তভার যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার হয়, তার জন্য অমিত শাহকে চিঠি দেন অর্জুন সিং। তদন্তে নেমে একাধিক তথ্য প্রমাণ জোগাড় করেছে এনআইএ।

Arjun Singh
অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ধৃতকে হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ এনআইএ

By

Published : Oct 27, 2021, 8:40 PM IST

কলকাতা, 27 অক্টোবর : অজুন সিং-এর বাড়িতে বোমাবাজির অভিযোগে নমিত সিং-কে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানাল এনআইএ ৷ এখন নমিত সিং ব্যারাকপুর সিটি পুলিশের হেফাজতে রয়েছে৷ ব্যারাকপুরের সাংসদ অজুন সিং-এর বাড়িতে বোমা মারার ঘটনায় অভিযুক্ত নমিত সিং ৷

আরও পড়ুন : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্তভার যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার হয়, তার জন্য অমিত শাহকে চিঠি দেন অর্জুন সিং। তদন্তে নেমে একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে এনআইএ। জানা গিয়েছে, সপ্তমীর দিন ফের একবার ব্যারাকপুরের সাংসদ অজুন সিং-এর বাড়িতে বোমাবাজির ঘটনা সামনে আসে। তদন্তে নেমে জগৎদল থানার পুলিশ নমিত সিং-কে গ্রেফতার করে। এনআইএ তাদের বিশেষ আদালতে ধৃত নমিত সিং-কে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় ৷

ABOUT THE AUTHOR

...view details