ব্যারাকপুর, 11 সেপ্টেম্বর: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রদবদল ৷ নতুন পুলিশ কমিশনার হলেন, অলোক রাজোরিয়া (Police Commissioner of Barrackpore is Alok Rajoria) ৷ তিনি এর আগে বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন ৷ আর কমিশনার অজয় ঠাকুরকে বদলি করে পাঠানো হল পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সের ডিআইজি পদে ৷ ওই পদে আগে ছিলেন আইপিএস শ্যাম সিং ৷ তাঁকে অলোক রাজোরিয়ার ছেড়ে আসা বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হয়েছে ৷
প্রসঙ্গত, কয়েকমাস আগেই অজয় ঠাকুরকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) দায়িত্বে নিয়ে আসা হয়েছিল ৷ তৎকালীন কমিশনার মনোজ ভার্মাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তৈরি হওয়া বিশেষ সুরক্ষা কমিটির দায়িত্ব দেওয়া হয় ৷ সেই সময় প্রবেশনারি আইপিএস অর্থাৎ, পদন্নোতির মাধ্যমে আইপিএস হওয়া অজয় ঠাকুরকে সাময়িকভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করে নিয়ে আসা হয় ৷ শেষমেশ ডিআইজি ব়্যাঙ্কের আধিকারিক অলোক রাজোরিয়াকে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷