পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alok Rajoria: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন কমিশনার হলেন অলোক রাজোরিয়া - ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অলোক রাজোরিয়া (Police Commissioner of Barrackpore is Alok Rajoria) ৷ বর্তমান কমিশনার অজয় ঠাকুরকে পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সের ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে ৷

new-police-commissioner-of-barrackpore-is-alok-rajoria
new-police-commissioner-of-barrackpore-is-alok-rajoria

By

Published : Sep 11, 2022, 8:59 AM IST

Updated : Sep 11, 2022, 9:31 AM IST

ব্যারাকপুর, 11 সেপ্টেম্বর: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রদবদল ৷ নতুন পুলিশ কমিশনার হলেন, অলোক রাজোরিয়া (Police Commissioner of Barrackpore is Alok Rajoria) ৷ তিনি এর আগে বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন ৷ আর কমিশনার অজয় ঠাকুরকে বদলি করে পাঠানো হল পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সের ডিআইজি পদে ৷ ওই পদে আগে ছিলেন আইপিএস শ্যাম সিং ৷ তাঁকে অলোক রাজোরিয়ার ছেড়ে আসা বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হয়েছে ৷

প্রসঙ্গত, কয়েকমাস আগেই অজয় ঠাকুরকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) দায়িত্বে নিয়ে আসা হয়েছিল ৷ তৎকালীন কমিশনার মনোজ ভার্মাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তৈরি হওয়া বিশেষ সুরক্ষা কমিটির দায়িত্ব দেওয়া হয় ৷ সেই সময় প্রবেশনারি আইপিএস অর্থাৎ, পদন্নোতির মাধ্যমে আইপিএস হওয়া অজয় ঠাকুরকে সাময়িকভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করে নিয়ে আসা হয় ৷ শেষমেশ ডিআইজি ব়্যাঙ্কের আধিকারিক অলোক রাজোরিয়াকে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷

স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা বদলি সংক্রান্ত নির্দেশিকা

আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন মনোজ ভার্মা । প্রশাসনিক কাজকর্মের সঙ্গে জড়িত অনেকেই মনে করেন কমিশনার হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন মনোজ । এরপরই ঘটে যায় অন্য একটি ঘটনা। মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি । এরপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে একজন অভিজ্ঞ এবং যোগ্য আধিকারিক হিসেবে মনোজ ভার্মাকে বিশেষ কমিটির দায়িত্ব দেয় নবান্ন ৷

আরও পড়ুন:দায়িত্ব নিয়েই হাওড়াবাসীর বিশ্বাস অর্জনের চেষ্টা কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর

পুরো বিষয়টি তড়িঘড়ি হওয়ায়, সেই সময় ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার করে পাঠানো হয় প্রেবশনারি আইপিএস অজয় ঠাকুরকে ৷ আর এবার ব্যারাকপুরের মতো সংবেদনশীল কমিশনারেটের দায়িত্বভার দেওয়া হল অলোক রাজোরিয়াকে ৷ তিনি এতদিন বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন ৷ তাঁর জায়গায় পাঠানো হয়েছে আইপিএস শ্যাম সিংকে ৷ অজয় ঠাকুরকে পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্সের ডিআইজি পদে নিয়োদ করা হয়েছে ৷

Last Updated : Sep 11, 2022, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details