পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gopal Dalapati And Haimanti Ganguly: শিক্ষক ছিলেন গোপাল, মিলল হৈমন্তীর পার্লারের খোঁজ - নিয়োগ দুর্নীতি

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম ৷ মিলল তাঁদের সম্পর্কে নয়া তথ্য (information on Gopal Dalapati And Haimanti Ganguly) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Feb 24, 2023, 10:46 PM IST

দমদম, 24 ফেব্রুয়ারি: রাজ্য নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক নতুন নাম ৷ পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যের মতো হেভিওয়েটদের নামের পাশাপাশি এই তালিকায় যুক্ত একাধিক অপরিচিত নাম, যাদের নিয়ে এখন আলোচনা তুঙ্গে ৷ সৎ রঞ্জন, কালীঘাটের কাকু (সুজয় ভদ্র) এর পর তালিকায় নতুন সংযোজন গোপাল দলপতি (Gopal Dalapati) ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই ইডি'র তদন্তকারীরা গোপাল দলপতির নাম শোনেন ৷ ইতিমধ্যেই ইডি দফতরে এসে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন এই ব্যক্তি ৷ 2 দিন ধরে সংবাদমাধ্যমে যে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা চলছে, জানা গিয়েছে তিনি এই গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী ৷ মডেলিং ও অভিনয়ের জগতে আসার আগে নাকি একটি বিউটি পার্লার চালাতেন হৈমন্তী (Haimanti Ganguly) ৷ দমদমে গোপাল দলপতির বাড়ি ও লেকটাউনে তাঁর প্রাক্তন স্ত্রী হৈমন্তীর পার্লারের হদিশ মিলেছে ৷ দমদম ক্যান্টনমেন্টের পোস্ট অফিস রোডে গোপাল দলপতির একটি বাড়ি ভাড়া নেওয়া ছিল ৷ এখানে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন গোপাল দলপতি এবং সেখানেই তিনি টিউশন পড়াতেন । এলাকায় গোপাল মাস্টার নামে খ্যাত ছিলেন গোপাল দলপতি । বেশ রমরমা ছিল তাঁর ।

2003-04 সাল পর্যন্ত এখানে থেকেই তিনি টিউশন পড়াতেন । পরবর্তী সময়ে এলাকা ছেড়ে চলে যান তিনি । বছর পাঁচেক আগে শেষবারের মতো তিনি এলাকায় এসেছিলেন । যে বাড়িতে ভাড়া নিয়ে গোপাল দলপতি টিউশন পড়াতেন সেই মৃণাল দাশগুপ্তের দাবি, তাঁর থেকেও টাকা নিয়েছিলেন গোপাল দলপতি । এমনকি তাঁকে গ্যারেন্টার রেখে গোপাল দলপতি একটি দু'চাকা কিনেছিলেন ৷ সেই নিয়েও ব্যাংকের থেকে তাঁর কাছে লোক আসে । শুধু তাই নয় বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসে তাঁর বাড়িতে (Bengal Recruitment Scam) ।

আরও পড়ুন: প্রযোজককে ধরে পরিচালক বদলের চেষ্টা, 'অচেনা উত্তম' থেকে বাদ পড়েছিলেন হৈমন্তী

গোপাল দলপতি যে এরকম করবে তিনি ভাবতে পারেননি বলেই জানিয়েছেম মৃণালবাবু ৷ গোপাল দলপতির কোচিং সেন্টারের উলটো দিকের বাসিন্দা সাধন দাস জানান, গোপাল দলপতি কাছে পড়লেই ছাত্রছাত্রীরা পাস করবে এমন ভাবেই বিজ্ঞাপন দিতেন গোপাল । অন্যদিকে, লেকটাউনের 23 ক্যানাল স্ট্রিটে লেক ট্রপিকানা নামে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের একটি পার্লারের হদিশ মিলেছে । তবে সেই পার্লার এদিন দুপুরেই বদ্ধ করে দেওয়া হয় ৷ যে আবাসনের নীচে এই পার্লার অবস্থিত সেই আবাসনের সিকিউরিটি গার্ড জানান, তিনি একবার হৈমন্তীকে দেখেছেন । তবে গোপাল দলপতিকে তিনি এখানে কখনও আসতে দেখেননি ৷

ABOUT THE AUTHOR

...view details