পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাইঘাটায় সংক্রমণ রুখতে এক সপ্তাহের জন্য নয়া বিধিনিষেধ জেলা প্রশাসনের

করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল গাইঘাটার । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও সেই তুলনায় কমেনি গাইঘাটায় আক্রান্তের সংখ্যা । ফলে এদিন স্বাস্থ্য আধিকারিক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক ।

new-covid-19-protocol-imposed-in-gaighata-north-24-pargan-by-district-magistrate
গাইঘাটায় সংক্রমণ রুখতে এক সপ্তাহের জন্য নয়া বিধিনিষেধ জেলা প্রশাসনের

By

Published : Jun 27, 2021, 9:02 PM IST

গাইঘাটা (উত্তর 24 পরগনা), 27 জুন : গাইঘাটার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । রবিবার উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে বৈঠক করেন তিনি । পরিদর্শন করেন গাইঘাটার ফুলবাজার । প্রসঙ্গত, সেখানে বাজার ও দোকানপাট খোলা রাখার বিষয়ে এক সপ্তাহের জন্য নয়া বিধিনিষেধ জারি করা হয়েছে প্রশাসনের তরফে ৷ করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে আনার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল গাইঘাটার । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও সেই তুলনায় কমেনি গাইঘাটায় আক্রান্তের সংখ্যা । ফলে এদিন স্বাস্থ্য আধিকারিক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক । কথা বলেন বিভিন্ন বাজার সমিতির প্রতিনিধিদের সঙ্গে । আগামী এক সপ্তাহের জন্য বাজার খোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গাইঘাটার সমস্ত বাজারে যেদিন সবজির দোকান খোলা থাকবে, সেই দিন বড় দোকান খোলা রাখা যাবে না । আবার, যেদিন বড় দোকান খোলা থাকবে, সেই দিন খোলা রাখা যাবে না সবজি বাজার । আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে এই বিধিনিষেধ ।

ঠাকুরনগর ফুল বাজার পরিদর্শনে জেলাশাসক

আরও পড়ুন : হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার ঠাকুরনগর ফুল বাজার । উত্তর 24 পরগনা ও নদিয়ার ফুল চাষিরা এই বাজারে ফুল বিক্রি করতে আসেন । এখান থেকে বহু ছোট বড় ব্যবসায়ী ফুল নিয়ে কলকাতায় যান । স্বাভাবিকভাবেই বাজারে ভিড় হয় ৷ বৈঠক শেষে জেলাশাসক ফুলবাজার পরিদর্শন করতে যান । কথা বলেন ব্যবসায়ী ও ফুলবাজার সমিতির সদস্যদের সঙ্গে ৷ ফুলবাজার খোলার ক্ষেত্রেও আগামী এক সপ্তাহের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে । সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ফুলবাজারে যে সংখ্যক ব্যবসায়ীরা ব্যবসা করেন তাঁর অল্প সংখ্যক ব্যবসায়ী নিয়ে বাজার খোলা থাকবে । কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি । যার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাজার সমিতি, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details