পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভায় নতুন পৌরপ্রধান

দীর্ঘদিন ধরেই চর্চিত ছিল ভাটপাড়া পৌরসভা ৷ কখনও তৃণমূলের দিকে, তো কখনও BJP-র দিকে পাল্লা ভারী ৷ পৌরসভার আস্থাভোটের জট খুলতে আদালত পর্যন্তও যেতে হয় ৷ এরপর আজ ভাটপাড়া পৌরসভার নতুন পৌরপ্রধান নির্বাচিত হলেন ৷

bhatpara
ভাটপাড়া পৌরসভা

By

Published : Jan 21, 2020, 12:18 PM IST

ভাটপাড়া, 21 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন অরুণ ব্যানার্জি ৷ তিনি ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে চর্চায় ছিল ভাটপাড়া পৌরসভা ৷

তৃণমূলের থেকে BJP-র হাতে যাওয়া ভাটপাড়া পৌরসভা ফের পুনর্দখল করে তৃণমূল ৷ আজ তৃণমূলের পরিচালিত এই পৌরসভায় ছিল পৌরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া ৷ সকাল থেকেই এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী ৷

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়লাভ করেছিল CPI(M) । পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 । লোকসভায় অর্জুন সিং BJP প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32 ।

আরও পড়ুন : ভাটপাড়ার আস্থা ভোট বৈধ, জানাল হাইকোর্ট

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর পর তৃণমূলের আরও 18জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । কিন্তু BJP-তে যাওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এর পর ফিরে আসে তৃণমূলে । তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয় । এরপর সম্প্রতি আস্থাভোটের মাধ্যমে তৃণমূলের হাতে আসে ভাটপাড়া পৌরসভা ৷

ABOUT THE AUTHOR

...view details