বারাসত, 24 মার্চ : জেল ফেরত আসামির হাতে নির্যাতিতা হতে হল 10 বছরের এক নাবালিকাকে (10 Year Old Girl Raped in Barasat) । অভিযোগ, প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে ।
জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকা এবং অভিযুক্ত সান্টু একই এলাকায় থাকে । প্রতিবেশী হওয়ায় ওই নাবালিকা তাকে কাকু বলে ডাকত । কিন্তু সেই সম্পর্কের আড়ালে যে তার কু-মতলব ছিল তা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি 10 বছরের বাচ্চা মেয়েটি ৷
আরও পড়ুন:HC on Rampurhat Massacre: রামপুরহাট কাণ্ডে রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনেই নাবালিকা পথ কুকুরদের খেতে দিচ্ছিল । সেই সময় নাবালিকাকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে সান্টু তার নিজের ঘরে ডেকে নিয়ে যায় । এরপর বদ্ধ ঘরে নাবালিকার মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে বলে অভিযোগ ।
বিষয়টি কাউকে জানালে নাবালিকাকে প্রাণে মারার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে । আতঙ্কে বাড়িতে ফিরে প্রথমে পরিবারের কাউকেই নাবালিকা ঘটনাটি বলতে রাজি হয়নি । পরে জোরাজুরি করলে গোটা ঘটনাটি পরিবারকে খুলে বলে নাবালিকা । এরপরই বুধবার সকালে বারাসত থানায় সান্টু মহুরীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ ।
আরও পড়ুন:Mamata to Visit Bagtui : দোষীরা শাস্তি পাবেই, বগটুই যাওয়ার ঘোষণার পর বললেন মুখ্যমন্ত্রী
স্থানীয় সূত্রে খবর, পাড়ার মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে আগেও জেল খাটতে হয়েছে সান্টু মহুরীকে । সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিল সে । আর তারপরই এই বিকৃত মানসিকতার ঘটনা ঘটায় সে ৷ স্বাভাবিকভাবে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবার । যদিও ধরা পড়ার আগেই এলাকা থেকে চম্পট দিয়েছে সান্টু ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । নির্যাতিত নাবালিকার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে ।