নয়াদল্লি, 20 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের (Titagarh Bomb Blast) ঘটনায় এবার পদক্ষেপ করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR) ৷ ওই কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো (NCPCR chief Priyank Kanoongo) আগামিকাল বুধবার টিটাগড়ে যাচ্ছেন ৷ কীভাবে বিস্ফোরণ হল, ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, কারা অভিযুক্ত, পুলিশ এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে - এই সবই তিনি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে ৷
গত শনিবার টিটাগড়ের ওই স্কুলে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে স্কুলের ছাদের একাংশ উড়ে যায় ৷ সেই সময় স্কুলেই উপস্থিত ছিলেন ছাত্র ও শিক্ষকরা ৷ তিনতলা বাড়ির প্রথম দুই তলেই তাঁরা ছিলেন ৷ তাই এই বিস্ফোরণে সৌভাগ্যক্রমে হতাহত কেউ নেই ৷
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে ৷ ধৃতদের বয়স 18 থেকে 19 এর মধ্যে ৷ তাদের উত্তর 24 পরগনার কামারহাটি থেকে টিটাগড়ের মধ্যবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ এদিকে প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, ঘটনাটি খুবই গুরুতর৷ সেই কারণেই তিনি তদন্ত করে দেখবেন ৷