দত্তপুকুর, 27 অগস্ট:দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ক্রমে জোরালো হচ্ছে এনআইএ তদন্তের দাবি ৷ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর পর এদিন এলাকায় গিয়ে ওই একই দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ রবিবার এলাকায় যান নওশাদ ৷ সেখানে গিয়ে তিনি এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান ৷ বলেন, "এতবড় একটা কারখানা চলছে সেটা পুলিশ জানে না তা হতে পারে না ৷ এনআইএ তদন্ত হোক ৷ তাহলে সব নেতার নামও জানা যাবে ৷" তাঁর দাবি, এলাকাবাসী বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ মাসহারার বদলে পুলিশ অভিযুক্তদের ছেড়ে রেখেছিল বলে তাঁর দাবি ৷ পুলিশ যে টাকা তুলত তার ভাগ এলাকার তৃণমূল নেতাদের কাছে যেত বলেও নওশাদের অভিযোগ ৷ তিনি এলাকার বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দিকেও ইঙ্গিত করেছেন ৷
তবে এনআইএ তদন্তের দাবির প্রেক্ষিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন জানিয়েছেন, এনআইএ তদন্ত হলে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে পুলিশ-প্রশাসন তদন্ত করছে ৷ দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দেন তিনি ৷ তবে বেআইনি এই বাজি ব্যবসার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয় বলেও দাবি তাঁর ৷ রথীন ঘোষ এদিন জানান, নীলগঞ্জের এই এলাকায় যে এভাবে বেআইনি বাজির কারখানা গড়ে উঠেছে তা তারা জানতেন না ৷ এই ধরনের কারখানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান ৷ এদিন এলাকায় যান রাজ্যের আরও দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ঘোষ ৷ যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ৷